নগদে ডিপিএস হচ্ছে ডিপিএস প্রিমিয়াম স্কিম এবং ডিপিএস মেয়াদ তিন বসরের জন্য।ডিপিএসগুলো ৩৬টি মাসিক কিস্তির মাধ্যমে প্রদান করতে হবে।ডিপিএস এর একটি স্কিম হচ্ছে দশ হাজার টকার জন্য এবং অন্য স্কিমটি এক লক্ষ টকার জিন্য।দশ হাজার টাকার স্কিমের জন্য প্রতি মাসে ২৫৯ টাকা করে কিস্তি প্রদান করতে হবে এবং এক লক্ষ টাকার জন্য প্রতি মাসে ২৫৯০ টাকা করে কিস্তি প্রদান করতে হবে।মাসে একবার কিস্তি প্রদান করা যাবে মোট ৩৬ কিস্তি প্রদান করতে হবে।একজন নগদ গ্রাহক দুটি,তিনটি কিস্তি প্রদান করে যদি মনে করে আর প্রদান করবে না তাহলে গ্রাহক ডিপিএস একাউন্ট থেকে মেইন একাউন্টে নিয়ে আসতে পারবেন,৩৬ কিস্তির পুর্বে ডিপিএস একাউন্ট থেকে মেইন একাউন্টে টাকা নিয়ে আসলে গ্রাহক কোন লভ্যাংশ পাবে না।৩৬ কিস্তি প্রদান করলে গ্রাহক লভ্যাংশ পাবেন ২৫৯ টাকা ৩৬ কিস্তি প্রদান করলে হচ্ছে ৯৩২৪ টাকা লভ্যাংশ ৬৭৬ টাকা ২৫৯০ টাকা করে ৩৬ কিস্তি প্রদান করলে হচ্ছে ৯৩,২৪০ লভ্যাংশ ৬৭৬০ টাকা। ৩৬ কিস্তি প্রদান করে গ্রাহক লভ্যাংশ পাবে সাথে ডিপিএস এর টাকা ক্যাশ-আউট করার জন্য ক্যাশ-আউট চার্জ ক্যাশব্যাক পাবে।একাউন্ট ওপেন করার জন্য নগদ একাউন্টে প্রবেশ করে ডিপিএস অপশনে প্রবেশ করতে হবে।এরপর গ্রাহক ডিপিএস স্কিম থেকে ডিপিএস একাউন্ট ওপেন করতে পারবে এবং রেফার করুন থেকে গ্রাহক রেফার করতে পারবে।ডিপিএস একাউন্টের কিস্তি প্রদান করার জন্য আমার ডিপিএস একাউন্ট অপশনে প্রবেশ করে ডিপিএস একাউন্ট সিলেক্ট করে টাকা জমা করতে পারবে।ডিপিএস টাকা উত্তোলন করার জন্য আমার ডিপিএস একাউন্টে প্রবেশ করে রিডিম অপশন থেকে উত্তোলন করতে পারবে।
উদ্যোক্তা এবং নগদ গ্রাহক ডিপিএস রেফার অপশন থেকে অন্য গ্রাহকে ডিপিএস রেফার করতে পারবেন।ডিপিএস রেফার করার ১৫ দিনের মধ্যে গ্রাহককে ডিপিএস একাউন্ট ওপেন করতে হবে অন্যথায় ডিপিএস রেফার রিমুভ হবে। একজন গ্রাহক একাধিক ডিপিএস একাউন্ট ওপেন করতে পারবেন।
নগদ একাউন্টের নিরাপত্তার সার্থে একাউন্টের পিন,ওটিপি,ব্যালেন্স এবং লেনদেনের তথ্য কারো সাথে শেয়ার করবেন না।আপনার একাউন্ট আপনার একাউন্ট নিরাপত্তা আপনার হাতে।