সিটি ব্যাংক লিমিটেড এর ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট তৈরি করুন মোবাইল দিয়ে | City Bank DPS



ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট  



সিটি ব্যাংক লিমিটেডের সিটিটাচ অ্যাপ দিয়ে পাওয়া যাবে ইন্টারনেট ব্যাংকিং সেবা।সিটিটাচ অ্যাপ দিয়ে যে কোন ব্যাংকে ফান্ড ট্রান্সফার,বিকাশে টাক ট্রান্সফার,ক্রেডিট কার্ড এবং ভিসা কার্ডের বিল পরিশোধ,মোবাইল রিচার্জ,কার্ড পিন পরিবর্ত,টিউশন ফি এছাড়া বিভিন্নধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।এছাড়া সিটিটাচ অ্যাপ দিয়ে ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস তৈরি করা যাবে।সিটি ব্যাংক লিমিটেডের ডিপিএস এবং ফিক্সড ডিপোজিট তৈরি করার জন্য  গুগল প্লে অথবা অ্যাপ ষ্টোর থেকে সিটিটাচ অ্যাপ ইনস্টল করে নিবেন।এরপর ওপেন করে একাউন্ট তৈরি করে নিবে।একাউন্ট তৈরি করার জন্য সাইন আপ নাউ এখানে ক্লিক করবেন। এরপরে একাউন্ট নাম্বার দিবেন একাউন্ট দেয়ার পর অটোমেটিক একাউন্ট নাম ডিটেক্ট করে নিবে।এরপরে মোবাইল নাম্বার দিয়ে  ইমেইল এড্রেস দিবেন।এরপর সিটি ব্যাংকের দেয়া  ইউজার আইডি অথবা নিজের পছন্দমতো ইউজার আইডি নিবেন।এরপর ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেক্সট আইকনে ক্লিক করবেন।এভাবেই বাকি স্টেপ ফলো করে একাউন্ট তৈরি করতে পারবেন।এরপর সিটি টাচ একাউন্টে লগইন করবেন। 

 সিটিটাচ একাউন্টে লগ-ইন করার পর মোর আইকনে ক্লিক করবেন।এরপরে একউন্ট সার্ভিসেস এ ক্লিক করবেন।এরপরে ফিক্সড ডিপোজিট তৈরি করার জন্য ফিক্সড ডিপোজিট এ ক্লিক করবেন।এরপরে একাউন্ট সিলেক্ট করে নিবেন।এরপরে একাউন্ট টাইপ(ফিক্সড ডিপোজিট জেনারেল,ডাবল মানি এফডি একাউন্ট,মান্থলি ইন্টারেস্ট পেয়িং এফডি) আপনার পছন্দমতো সিলেক্ট করে নিবেন।এরপর টেনার টাইপ এবং টেনার পিরিয়ড সিলেক্ট করবেন।এরপর টাকার পরিমান দিবেন।এরপর ব্রাঞ্চ সিলেক্ট করে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে ভেরিফিকেশন কোর্ড দিয়ে কনফার্ম করে নিবেন।এই ফিক্সড ডিপোজিট এক্টিভেট হতে সাধারণত ৪-৫ কর্মদিবস সময় লাগবে এরপরেই ব্যাংক থেকে ডিপোজিট স্লিপ গ্রহণ করবেন। 


   

বিস্তারিত তথ্যের জন্যঃ   https://www.citytouch.com.bd:

Post a Comment

Previous Post Next Post

Contact Form