ভুয়া ডাক্তার পরিচয়ে সেবা দিচ্ছে রোকনুজ্জামান সরকার




ভুয়া ডাক্তার পরিচয়ে সেবা দিচ্ছে রোকনুজ্জামান সরকার তথ্যসূত্র বিএমডিসি ওয়েমসাইট।রোকনুজ্জামান সরকার ক্যানেল বাজার এবং বেলতলীতে V.D.R.M.P এবং  D.M.S কোর্স করে ডাক্তার পরিচয় ধরে চিকিৎসা দিচ্ছে।এই ভুয়া ডাক্তার তার নিজস্ব ব্যানারে  গভঃরেজিঃ নাম্বার উল্লেখ করে কিন্তু এই রেজিস্ট্রার নাম্বার গুলো সার্চ দিলে অন্য ডাক্তারের তথ্য পাওয়া যাচ্ছে। 



এছাড়া ব্যানারে ব্যাহৃত আয়েশা হক হসপিটালে যোগাযোগ করে কর্তৃপক্ষের মাধ্যমে জানতে  পারে যায়,রোকনুজ্জামান সরকার  কখনো আয়েশা হক হসপিটালে মেডিকেল অফিসার ছিল না।তারা আরও জানায় মেডিকেল অফিসার হতে মিনিমাম ডিগ্রি MBBS অথবা DMF হতে হবে এবং BMDC রেজিষ্ট্রেশন থাকতে হবে।আয়শা হক হসপিটালের তথ্যমতে রোকনুজ্জামানের তথ্যগুলো ভুয়া।রোকনুজ্জামান সরকার EX উপসহকারী মেডিকেল অফিসার দাবি করলেও তার কোন BMDC রেজিস্ট্রার নাম্বার এবং DMF/MBBS ডিগ্রির  তথ্য পাওয়া যায়নি।


এমন বিভিন্ন ভুয়া ডাক্তার বিভিন্ন  সীমিত ৩/৬ মাসের কোর্স করে ডাঃ পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছে। দেশের  সবাই সচেতন থাকবেন এবং BMDC রেজিঃ নাম্বার থাকলে ডাক্তারদের সেবা নিবেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form